মালদা

চিতার আগুনে বিলিন হলেন তৃণমূল নেতা রাম প্রবেশ মন্ডল

কিডনি জনিত সমস্যায় নিয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলা কালীন মারা যান মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান তৃণমূল নেতা রাম প্রবেশ মন্ডল।

    পারিবারিক সূত্রে জানা গেছে রামপ্রবেশ মণ্ডল মানিকচক হাই স্কুলের শিক্ষক ছিলেন। ১৯৯৬ সালে রাম প্রবেশ মন্ডল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদন্ধিতা করেন ও নির্বাচিত হন। ২০১১ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর তিনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ গ্রহণ করেন। রামপ্রবেশ মন্ডল কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। সেই জন্য চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার সকাল ৭.১০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    শনিবার বিকেলে তৃণমূলের এই প্রবীণ নেতার দেহ ফিরে আসে মালদা জেলায়। এরপর দেহটি নিয়ে যাওয়া হয় তৃণমূল পার্টি অফিসে। সেখানে জেলা তৃণমূলের একাধিক নেতা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ আরও অনেকেই। সেখানে রাম প্রবেশ মণ্ডলকে ফুলের মালা দিয়ে চির বিদায় জানান হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সাদুল্লাপুর মহা শ্মশানে। সেখানে তাকে চিতার আগুনে চির বিদায় জানান তৃণমূল নেতৃত্ব থেকে সাধারণ মানুষ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/V1k4SJDun3o